ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনা ছড়ানোর দায়ে পাঁচ বছরের জেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২১

দণ্ডপ্রাপ্ত লে ভ্যান ট্রি

দণ্ডপ্রাপ্ত লে ভ্যান ট্রি

কোভিড-১৯ বিধি লঙ্ঘন এবং ভাইরাস ছড়িয়ে দেয়ার দায়ে লে ভ্যান ট্রি নামে ভিয়েতনামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আটজনকে "বিপজ্জনক সংক্রামক রোগ" ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। যাদের মধ্যে একজন শেষ পর্যন্ত মারা গেছেন।

কিছুদিন আগে পর্যন্ত ভিয়েতনাম কঠোর নিষেধাজ্ঞা দিয়ে কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছিল। কিন্তু জুন থেকে দেশটিতে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে, উপরন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট রূপ ধারণ করে তা আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৫০ হাজার ৯৯৬ জনেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭শ’রও বেশি। যার মধ্যে গত কয়েক মাসেই মৃত্যু ঘটেছে অধিকাংশের। দেশটির সর্ববৃহৎ শহর হো চি মিন সিটিতেই পাওয়া গেছে সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের খবর।

আদালত সূত্রে বলা হয়, চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে, ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রি মোটরসাইকেলে চড়ে হো চি মিন সিটি থেকে দেশের দক্ষিণে তার নিজ প্রদেশ চে মাও ভ্রমণ করেন। যেখানে গিয়ে তিনি নিজের দেয়া স্বাস্থ্য তথ্যে মিথ্যা তথ্য দেন এবং আইসোলেশনের বিধি লঙ্ঘন করেন। 

অথচ, স্থানীয় কর্তৃপক্ষ সেই সময় অন্য প্রদেশ থেকে চে মাও ভ্রমণকারীকে ২১ দিনের জন্য আইসোলেশন পালন করতে হবে বলে বাধ্যতামূলক করে দিয়েছিল।

ট্রিকে পরে পরে কোভিড পরীক্ষায় পজেটিভ হন এবং তিনি তার পরিবারের সদস্যদের পাশাপাশি একটি কল্যাণ কেন্দ্রের কর্মীদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে দিয়েছেন বলে প্রামাণ পাওয়া যায়।

পরে আদালতে একদিনের ট্রায়াল শেষে ট্রিকে ৫ বছরের জেল দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৮০০ ডলার বা ৭৫ হাজার টাকা সমমূল্যের জরিমানাও করা হয়েছে। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি