ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুকুর সেজে আয় সাত কোটি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

স্রেফ কুকুর হওয়ার ভান করে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট থেকে ১০ লক্ষ ডলার (মুদ্রায় যা প্রায় সাত কোটি টাকা) উপার্জন করেছেন, অনলাইন একটি সাক্ষাৎকারে দাবি করলেন এক মহিলা।

প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটের তিনি নিয়মিত ভিডিও দেন। চাঁদার ভিত্তিতে যে কেউ সেই ওয়েবসাইটের সদস্য হতে পারেন। মহিলা জানিয়েছেন এক শ্রেণির দর্শক তার ভিডিওর বিষয়বস্তু দেখতে এত ভালবাসেন যে প্রতি মাসেই চাঁদা বাবদ বিপুল অর্থাগম হয় তার।

ওয়েবসাইটে ওই মহিলা ‘পাপি জেনা’ নামে জনপ্রিয়। তার দেওয়া ভিডিও’র বিষয়বস্তুই এমন নামকরণের কারণ। জেনা জানিয়েছেন, ওয়েবসাইটের জন্য তিনি যে ধরনের ভিডিও তৈরি করেন, তাকে ‘পাপি প্লে’ ভিডিও বলা হয়। প্রাপ্তবয়স্কদের ওই ভিডিও’য় জেনা কুকুরের ভান করেন।

যদিও এমন ভিডিও দেওয়ার জন্য জেনাকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভিডিও’র বিজ্ঞাপন দিতে গিয়ে বহুবার নেট মাধ্যমে তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অনেকে নিন্দাও করেছেন। তবে জেনা জানিয়েছেন, তিনি সে সবের পরোয়া করেন না। জেনার কথায়, ‘‘আমি ওয়েবসাইটে সেই ধরনের ভিডিও’ই দিয়েছি, যা আমারও দেখতে ইচ্ছে করবে।’’

অবশ্য জেনাও প্রথমদিকে বাকিদের মতো প্রাপ্তবয়স্কদের ভিডিও’র সাধারণ বিষয়বস্তু নিয়েই কাজ করতেন। কিন্তু ওয়েবসাইটে তেমন ভিডিও অনেকেই দেন। নিজেকে আলাদা করে চেনাতেই ‘পাপি প্লে’ ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন জেনা। তাতেই কপাল খোলে তার। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি