ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১১ অক্টোবর ২০২১

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

Ekushey Television Ltd.

আফগানিস্তান ত্যাগের পর প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধি দল। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠক প্রাণবন্ত এবং পেশাদার হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। 

রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই বৈঠকের স্পষ্ট আলোচনায় ওয়াশিংটন আবারও বলেছে, তালেবানকে তাদের কাজ দিয়ে বিচার করা হবে, কথা দিয়ে নয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দোহার ওই আলোচনায় গুরুত্ব পেয়েছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তা নিয়ে।

এছাড়া আফগান সমাজের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ সামগ্রিক মানবাধিকার ইস্যুও গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

মার্কিন কর্মকর্তারা বলছেন আফগানিস্তানে এখনও অনেক আমেরিকান আটকে রয়েছে যারা আফগানিস্তান ছাড়তে চান, কিন্তু পারছেন না। তাদের সরিয়ে নিতেও তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে। 

এই বৈঠক থেকে আফগানদের মানবিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, এমনটাও জানা গেছে। 

সূত্র: বিবিসি
এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি