ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নভেম্বরে স্থল সীমান্ত খুলে দেবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র নভেম্বরের প্রথম দিকে জরুরি নয় কিন্তু করোনার টিকা নিয়েছে এমন ভ্রমণকারীদের জন্য কানাডা ও মেক্সিকোর সঙ্গে তাদের স্থল সীমান্ত খুলে দেবে।

হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা এক ঘোষণায় এ কথা বলেন।

তিনি বলেন, “খুব শিগগির প্রশাসন এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাবে। স্থল সীমান্তের পাশপাশি আন্তর্জাতিক আকাশ ভ্রমণেরও সময় জানানো হবে।”

এর আগে সেপ্টেম্বরে বলা হয়েছিল, টিকা নেয়া সকল বিমান যাত্রীর জন্যে নভেম্বরে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চীন ও পরে ভারত ও ব্রাজিলের যাত্রীদের জন্যে সীমান্ত বন্ধ করে দেয়। মেক্সিকো ও কানাডার সঙ্গেও স্থল সীমান্ত বন্ধ করে ওয়াশিংটন।

গত ১৯ মাসের এ নিষেধাজ্ঞায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত সংকটও তৈরি হয়।

হোয়াইট হাউস সূত্র বলছে, দুই ধাপে স্থল সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে।

এদিকে স্থল সীমান্তের বিধি নিষেধের মেয়াদ ২১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। পুনরায় খুলে দেয়ার তারিখ জানানোর আগ পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ কেবল আরেক দফা বাড়াতে হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি