ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাপানের কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি, রাশিয়ার প্রত্যাখ্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:৫৪, ১৩ অক্টোবর ২০২১

জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের ওপর জাপান সার্বভৌমত্বের যে দাবি করেছে তা নাকচ করেছে রাশিয়া। 

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “জাপানি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। কুরিল হচ্ছে রাশিয়ার ভূখণ্ড।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, রাশিয়া বারবার নিশ্চিত করেছে যে, জাপানের সঙ্গে যেসমস্ত স্পর্শকাতর ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে সেগুলো নিরসনের জন্য বিভিন্ন পর্যায়ে সংলাপ অনুষ্ঠান জরুরি।

কুরিল দ্বীপপুঞ্জটি ওখস্তস্ক সাগরে অবস্থিত এবং জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে ১০ কিলোমিটার দূরে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরপরই রুশ বাহিনী দ্বীপপুঞ্জটি দখল করে নেয় এবং তখন থেকেই জাপান ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সে সময় চারটি দ্বীপ রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণে নেয় তবে জাপান এর মালিকানা দাবি অব্যাহত রেখেছে।

১৯৫৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন একটি শান্তি চুক্তির মাধ্যমে দুটি দ্বীপ ফেরত দিতে রাজি হলেও জাপান এ বিষয়ে চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চারটি দ্বীপই ফিরে পাওয়ার ব্যাপারে পীড়াপিড়ি করছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি