ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৬ অক্টোবর ২০২১

প্রথিতযশা সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর, মঙ্গলবার। ২০১৩ সালের এই দিনে তিনি মারা যান। 

গিয়াস কামাল চৌধুরী ১৯৩৯ সালের ২১ জুলাই ফেনীতে জন্মগ্রহণ করেন। ভয়েস অব আমেরিকার ঢাকা সংবাদদাতা হিসেবে তিনি সারাদেশে সমধিক পরিচিত ছিলেন। তিনি সাংবাদিক সমাজের প্রিয়ভাজন নেতা ছিলেন। একাধিক মেয়াদে তিনি ডিইউজে, বিএফইউজে এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। 

এ ছাড়াও তিনি কূটনীতিক হিসেবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান আমলে গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসন আন্দোলনে অংশ নিয়ে বহুবার কারাবরণ করেন তিনি।

দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) উদ্যোগে আলোচনার সভার আয়োজন করা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি