ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

সৌদিতে ৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২৮ অক্টোবর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। সৌদি নেতৃত্বাধীন জোট আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেছে, সৌদি আরবের দক্ষিণের জিযান এলাকায় এ হামলা হয়েছে। তবে তারা পাঁচটি ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে।

অবশ্য ইয়েমেনের সেনাবাহিনী সৌদি জোটের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। খবর ফার্সটুডে

ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহর নেতৃত্বাধীন গণপ্রতিরোধ কমিটি এর আগে ঘোষণা করেছে, তাদের ভূখণ্ডে যতদিন সৌদি জোটের হামলা অব্যাহত থাকবে ততদিন তারাও সৌদি আরবের নানা অবস্থানে পাল্টা হামলা চালিয়ে যাবে। এর আগে তাদের পাল্টা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সৌদি আরবের।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এছাড়া ইয়েমেনের ওপর স্থল, জল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি