ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বার্ড ফ্লু’র কারণে ফ্রান্সে পোল্ট্রি লকডাউনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৫ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:৩৬, ৫ নভেম্বর ২০২১

অতিথি পাখির মাধ্যমে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে ফরাসী কৃষকদেরকে তাদের হাঁস-মুরগী ঘরের ভিতরে রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।

গত সপ্তাহে নেদারল্যান্ডসের একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রামক এইচ৫ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ৩৬ হাজার পাখি মেরে ফেলার পর ফ্রান্সে অনুরূপ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

নির্দেশে বলা হয়েছে, পরিযায়ী পাখিদের যাত্রাপথে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে ঝুঁকি বেড়েছে। 

ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাস থেকে ইউরোপে বন্য পাখি ও হাঁস-মুরগির খামারে ১৩০টি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। তবে ফ্রান্সের পেশাদার পোল্ট্রি খামারীদের মধ্যে এখনও পর্যন্ত কোনো সংক্রমন দেখা দেয়নি। 

ফরাসি সরকার আশা করছে, লকডাউন গত বছরের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করবে। গত বছর প্রায় ৫০০টি জায়গায় বার্ড ফ্লু দেখা দিলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাঁস উৎপাদন ব্যাহত হয়েছিল।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি