ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

মেঝেতে পড়ল সদ্যোজাত, নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:০২, ৯ নভেম্বর ২০২১

ভারতের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতি নারীর প্রসবকালে নার্সের বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। আর একারণেই সদ্য জন্ম নেওয়া নবজাতক শয্যা থেকে মেঝেতে পড়ে গেছে বলেও অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। 

গত ৬ নভেম্বর প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। স্বজনরা অভিযোগ করেন, এ সময়  বারবার ডাকাডাকি করলেও কেউ আসেননি। সেই সময় নাকি নার্সরা মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন।

এর এক পর্যায়ে একটি শিশুর জন্ম দেন ওই প্রসূতি। এ সময়ও কোনও নার্স এগিয়ে না আসায় শিশুটি শয্যা থেকে মেঝেতে পড়ে যায় এবং বেশ আহত হয়। 

এ ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই প্রসূতির পরিবার। এদিকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

এদিকে মেঝেতে পড়ে যাওয়া সদ্যোজাত গুরুতর আহত অবস্থায় এখন বর্ধমান মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন আছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 
এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি