ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, পাঁচ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১০ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৪৩, ১০ নভেম্বর ২০২১

শনিবার থেকে নিম্নচাপের কারণে টানা বৃষ্টির কবলে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইসহ একাধিক জেলা। একই অবস্থা পুদুচেরীতেও। প্রবল বৃষ্টিতে বহু ঘরবাড়ি ভেঙে গেছে। এই পরিস্থিতিতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রাজ্যের বিপর্যয় মোকাবেলা দফতর জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এই দুর্যোগে ভেঙে পড়েছে ৫৩৮টি মাটির বাড়ি ও চারটি পাকা বাড়ি।

আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ১৬.৮৪ মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়েছে তামিলনাড়ুতে। চেন্নাইতে ২৪ ঘণ্টায় হয়েছে মোট ৩.২ সেমি বৃষ্টিপাত।

এতে শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের নিচু অংশ থেকে পানি  নিষ্কাশনের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

তবে আবহাওয়াবিদরা বলছেন চেন্নাইয়ের ভোগান্তির শেষ এখানেই নয়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে, এতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ১০ ও ১১ নভেম্বরেও প্রবল বর্ষণ হতে পারে।

মঙ্গলবার থেকেই তামিলনাড়ুর চেন্নাই, চেঙ্গলপাট্টু, ভিলপ্পুরম, কাঞ্চিপুরমসহ ছয় জেলায় রেড অ্যালার্ট চলছে। অরেঞ্জ অ্যালার্ট জারি চলছে নীলগিরি, সালেম, কল্লাকুরিচিসহ নয়টি জেলায়।
এরইমধ্যে চেন্নাইতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি