ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন কেন্দ্রীয় সরকারের ৯৫ শতাংশ কর্মীর ভ্যাকসিন গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হোয়ইট হাউস সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের ৯৫ শতাংশ কর্মী কোভিড ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা প্রতিপালন করেছেন। এ নির্দেশ মানার ব্যাপারে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল তার আগেই তারা তা সম্পন্ন করেন। খবর এএফপি’র।

মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, টিকা গ্রহণের নির্দেশনা পালন করা ৯৫ শতাংশের ৯০ শতাংশ করোনাভাইরাসের অন্ততপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। তিনি বলেন, অপর পাঁচ শতাংশ ছাড় পেয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া টিকা গ্রহণের নির্দেশ প্রতিপালনের সময়সীমা সোমবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচমান সময় মঙ্গলবার ০৫০০)।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি