ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র রকেট মজুত করছে চীন! সতর্ক ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২৮ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:২৮, ২৮ নভেম্বর ২০২১

সড়ক নির্মাণ করে প্রচুর ক্ষেপণাস্ত্র এবং রকেট মজুত করছে চীন। ছবি: রয়টার্স

সড়ক নির্মাণ করে প্রচুর ক্ষেপণাস্ত্র এবং রকেট মজুত করছে চীন। ছবি: রয়টার্স

পূর্ব লাদাখের কাছে সড়ক নির্মাণ করে ক্ষেপণাস্ত্র এবং রকেট মজুত করছে চীন। সূত্রের খবর, ওই সব রাস্তা ও সড়ক নির্মাণের কাজে স্থানীয়দের নিয়োগ করা হচ্ছে।

এক ভারতীয় গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, ‘চীনা সেনারা পূর্ব লাদাখ সেক্টরের বিপরীতে আকসাই চীন এলাকায় নতুন রাস্তা তৈরি করছে। এর ফলে তারা দ্রুত ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যেতে পারবে।’ 

সূত্র আরও জানায়, স্বশাসিত তিব্বত এলাকায় চীন প্রচুর পরিমাণে রকেট, ক্ষেপণাস্ত্র মজুত করছে। এমনকি, বিমানঘাঁটিও তৈরি করেছে বলে জানা গেছে।

দুর্গম এলাকায় দ্রুত পৌঁছনোর জন্য স্থানীয় তিব্বতিদের বাহিনীতে নিয়োগের কৌশল নিয়েছে চীনা বাহিনী। মূল ভূখণ্ড থেকে আসা সেনার তুলনায় ভূমিপূত্ররা তীব্র ঠান্ডার সঙ্গে যুদ্ধে লড়াই করতে পারবে। সে কারণেই এই কৌশল বলে ওই সূত্র জানিয়েছেন।

গত শীতের তুলনায় অস্থায়ী ছাউনি ও রাস্তা তৈরি করে এ বার অনেক বেশি প্রস্তুত চীন। তাই ভারতের কাছে বিষয়টি বেশ চিন্তার বলেই মনে করছেন ওই সূত্র। তবে সতর্ক রয়েছে ভারত। সম্প্রতি চীনের সঙ্গে একটি বৈঠকে সীমান্তে এই তৎপরতা প্রসঙ্গে ভারত তার উদ্বেগও প্রকাশ করেছে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি