ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানে ঘাসফড়িং বিক্রির কারণে বিমানকর্মী বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ২৩:৫৯, ২৯ নভেম্বর ২০২১

ঘাসফড়িং নাস্তা এনসেনেনে উগান্ডায় খুবই জনপ্রিয় খাদ্য

ঘাসফড়িং নাস্তা এনসেনেনে উগান্ডায় খুবই জনপ্রিয় খাদ্য

Ekushey Television Ltd.

উগান্ডার জাতীয় বিমান সংস্থা তাদের ফ্লাইটের সময় হালকা খাবার হিসেবে লোকদের ঘাসফড়িং বিক্রি করা নিষিদ্ধ করেছে। উগান্ডায় জনপ্রিয় একটা হালকা নাস্তা হল 'ঘাসফড়িং'।

উগান্ডা এয়ারলাইন্স বলছে, এনসেনেনে নামে এই জনপ্রিয় খাদ্য বিক্রি "এই বিমান সংস্থার চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়"।

বিমান সংস্থাটি বলছে বিমানের মধ্যে এই ধরনের ফড়িং এর স্ন্যাক্স বিক্রির সময় কিছু যাত্রী "উত্তেজিত ও উচ্ছৃঙ্খল" হয়ে ওঠেন, কারণ এখন এই ঘাসফড়িং-এর ঋতু নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে বিমান সংস্থার কয়েকজন কর্মচারীকে এই ঘটনার পর সাসপেন্ড করা হয়েছে। উগান্ডা এয়ারলাইন্স বলেছে, এই সময়ে ঘাসফড়িং বেশ দুষ্প্রাপ্য, ফলে অসময়ে জনপ্রিয় ও মুখরোচক এই ঘাসফড়িংএর নাস্তা দেখে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেছিলেন।

উগান্ডার রাজধানী কাম্পালার রাস্তায় বিক্রি হচ্ছে পাখনা ছাড়িয়ে পেঁয়াজ সহযোগে ভাজা ঘাসফড়িং এর নাস্তা- যা দেশটিতে খুবই মুখরোচক ও জনপ্রিয়

কিন্তু বিমান সংস্থাটি বিমানের খাবারের মেনুতে এখন ঘাসফড়িং যোগ করার চিন্তা করছে, কারণ তারা মনে করছে এতে পর্যটন বাড়বে।

বিমান সংস্থাটি জানাচ্ছে, ‘পর্যটন বাণিজ্যে এটা একটা বাড়তি আকর্ষণ হিসাবে যুক্ত হবে এবং স্থানীয়ভাবে বহু মানুষ যাদের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে ঘাসফড়িং এর চাষ, সরবরাহ ও বিপণন তারা এতে লাভবান হবে।’ সূত্র: বিবিসি

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি