ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেন নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এর সাথে আলোচনা করেছেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সৈন্য জড় করার প্রেক্ষিতে শুক্রবার শলৎজকে ফোন করেন বাইডেন।

এক টুইটার বার্তায় বাইডেন বলেন, ‘জার্মানীর নতুন নেতা হওয়ার প্রেক্ষিতে আমি শলৎজকে অভিনন্দন জানিয়েছি।’

তিনি বলেন, আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক তৎপরতা মোকাবেলায় ট্রান্সআটলান্টিক প্রচেষ্টাসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের ক্ষেত্রে এক সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে এ আশংকার কারণে বাইডেন সপ্তাহজুড়েই টেলিফোনে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।  

মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলে তাকে হামলার বিষয়ে সতর্ক করেন। এছাড়া পুতিনের সাথে কথা বলার আগে ও পরে তিনি ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সাথেও আলোচনা করেন। বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পূর্ব ইউরোপের নয় দেশীয় জোটের নেতৃবন্দের সাথে কথা বলেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ইউক্রেন উত্তেজনা ছাড়াও বাইডেন ও শলৎজ করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি