ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকার পায়ের প্রেমে পড়ে লাখ টাকা খরচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রেমিকার পায়ের প্রেমে পড়েছেন প্রেমিক, এমন অদ্ভুত প্রেমের কথা আগে কখনও শুনেছেন? অবিশ্বাস্য হলেও এমনই দাবি করেছেন এক মহিলা। তার পায়ের প্রেমে নাকি ‘হাবুডুবু’ খাচ্ছেন প্রেমিক।

ঘটনাটি আমেরিকার অ্যারিজোনার। অ্যানাবেল ফেমেকো নামে এক মহিলা জানিয়েছেন, এতে তার বেশ লাভই হচ্ছে। কেন না তার পায়ের প্রেমে পড়ে প্রেমিক সব নতুন নতুন এবং দামি ব্র্যান্ডের জুতো কিনে দিচ্ছেন। অ্যানাবেল এটাও জানিয়েছেন যে, জুতো কেনায় তার প্রেমিকের কোনও কার্পণ্য নেই।

অ্যানাবেল সম্প্রতি বিয়ে করেছেন তার প্রেমিককে। তার কথায়, “প্রেমিক আমার পা দেখলেই রোমান্টিক হয়ে পড়েন। ফলে পা সাজাতে জুতোর পর জুতো কিনে আনে্ন। লাখ লাখ টাকা খরচ করে শুধু জুতো কেনেন।” 

এই ঘটনায় নেটাগরিকদের কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘আমার প্রেমিক সিগারেট ভালবাসেন।’ আবার এক জন লিখেছেন, ‘আমার স্বামী অন্য মহিলাদের দেখে প্রেমে পড়েন!’ সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি