ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২১ ডিসেম্বর ২০২১

মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেই মঙ্গলবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

সেইসঙ্গে বেশ কিছু সংখ্যক লোক নিখোঁজ বলে জানা গেছে এবং মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

গত তিন দিনের প্রবল বৃষ্টির ফলে দেশটির আটটি রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে। বেশ কয়েকটি শহর ও গ্রাম আংশিকভাবে পানির নিচে তলিয়ে গেছে। আর এতে বিলম্বিত তৎপরতার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে মালয় সরকার।

মঙ্গলবার পর্যন্ত আনুমানিক ৫১ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। যাদের বেশিরভাগই মালয়েশিয়ার পূর্ব উপকূলের পাহাংয়ের অধিবাসী। এই রাজ্যটিই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে একটি।

এছাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সবচেয়ে সমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ রাজ্য সেলাঙ্গরও। রাজধানী কুয়ালালামপুর শহরটি এই রাজ্যেই অবস্থিত।

অনলাইনে প্রকাশিত চিত্রগুলোতে দেখা যায় যে, কুয়ালালামপুর শহরের কেন্দ্রস্থলের কিছু অংশ পানির নিচে নিমজ্জিত, যেমনটা ১৯৭১ সালের সেই ভয়াবহ বন্যার পরে আর দেখা যায়নি। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি