ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মিয়ানমারে খনি ভূমিধসে ১০০ জন নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৩ ডিসেম্বর ২০২১

মিয়ানমারে একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় প্রায় ১০০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমিধসের ঘটনা ঘটেছে বুধবার ভোর ৪টায় উত্তর কাচিন রাজ্যের হাপাকান্ত এলাকায়।

উদ্ধারকারী দলগুলি মরিয়া হয়ে কাছাকাছি একটি হ্রদে লোকেদের সন্ধান করছে, বেশিরভাগ শ্রমিককে অবৈধ খনি শ্রমিক বলে ধারনা করা হচ্ছে। এর মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

মায়ানমার, বার্মা নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে বড় জেডের উৎস কিন্তু এর খনিগুলোতে বিশ্ব অসংখ্য দুর্ঘটনা দেখেছে।

লরি থেকে খোলা খনিগুলোতে ফেলে দেওয়া ধ্বংসস্তূপ উপচে পড়ার কারণে ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে।

ধ্বংসস্তুপ বৃহৎ ঢাল তৈরি করে যা বৃক্ষবিহীন এলাকায় বিপজ্জনক হতে পারে। আর যারা মূল্যবান পাথরের টুকরো খুঁজছেন,তারা শ্রমিকদের বিপজ্জনক পরিস্থিতিতে শ্রম দিতে বাধ্য করে।

হাপাকান্ত এবং নিকটবর্তী শহর লোন খিন থেকে প্রায় ২০০ জনের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলগুলো সাইটে অনুসন্ধান এবং পুনরুদ্ধারের প্রচেষ্টায় যোগ দেয়। নৌকায় করে কাছের একটি হ্রদে নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।

উদ্ধারকারী দলের একজন সদস্য কো এনই বলেছেন, “আমরা ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছি এবং আমরা একজনকে মৃত খুঁজে পেয়েছি।”

তিনি আরো জানান, নিশ্চিত করে ১০০ জনেরও বেশি লোক নিখোঁজ হতে পারে।
সূত্র: বিবিসি
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি