দিল্লিতে নৈশ কারফিউ
প্রকাশিত : ০৮:৩৯, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৮, ২৭ ডিসেম্বর ২০২১
ভারতের রাজধানী দিল্লিতে পুনরায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে তাই নৈশ কারফিউ জারি করেছে দিল্লি সরকার। সোমবার থেকে এই কারফিউ বলবৎ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি জানিয়েছেন, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। এর ফলে রাজধানীতে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় এক সংক্রমিতের মৃত্যু হয়েছে। এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ১০৫।
ইতোমধ্যে দিল্লিতে বর্ষবরণ উপলক্ষে সব উৎসব ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে আপাতত রেস্তোরাঁ, বার, অডিটোরিয়ামে ৫০ শতাংশ উপস্থিতি ও বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের উপস্থিতি কার্যকর রয়েছে।
এসএ/
আরও পড়ুন