ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

নতুন বছরের প্রথম ৪ দিন বন্ধ পশ্চিমবঙ্গের বেলুর মঠ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৮ ডিসেম্বর ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। এ জন্য নতুন বছরের প্রথমদিন থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। করোনায় ভিড় এড়াতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ।

সোমবার বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ এ তথ্য জানান। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বিজ্ঞপ্তি দিয়ে ১ জানুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের মঠে প্রবেশ বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়।

বেলুড় মঠ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে সকালে ও বিকেলে নির্দিষ্ট সময় বেলুড় মঠ খোলা থাকায় প্রায় ৪০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। কোভিড পরিস্থিতিতে এই ভিড় এড়াতেই আগামী ১ থেকে ৪ জানুয়ারি মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আগামী ৫ জানুয়ারি থেকে ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হবে বেলুড় মঠ। নির্দিষ্ট সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলবে বেলুড় মঠ।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি