৩০ বছর পর মা-ছেলের পুনর্মিলন, নেপথ্য জানলে অবাক হবেন!
প্রকাশিত : ১৩:৩২, ৩ জানুয়ারি ২০২২
৩০ বছর পর মা ও ছেলের পুনর্মিলন
চীনের ইউনান প্রদেশে চার বছর বয়সে অপহৃত হওয়া এক শিশু তাঁর স্মৃতি থেকে আঁকা গ্রামের বাড়ির একটি মানচিত্রের সাহায্যে- ৩০ বছর পর তাঁর মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। লি জিংওয়েই-এর বয়স যখন চার বছর, তখন একটি শিশু অপহরণকারী চক্র তাঁকে ভুলিয়ে-ভালিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে অন্য একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়।
লি-র বাড়ি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ঝাওতং শহরের কাছে। আর অপহরণকারীরা তাঁকে যে পরিবারটির কাছে বিক্রি করেছিল- তাঁরা থাকতেন প্রায় ১৮০০ কিলোমিটার দূরে।
লি এখন দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে থাকেন। তিনি বেশ কিছুকাল ধরে চেষ্টা করছিলেন তাঁর আসল মা-বাবাকে খুঁজে বের করার জন্য। তাঁর পালক পিতামাতাকে জিজ্ঞেস করে এবং ডিএনএ তথ্যভাণ্ডার অনুসন্ধান করেও কিছুই না পেয়ে, শেষ পর্যন্ত ইন্টারনেটের শরণাপন্ন হন লি।
গত ২৪ ডিসেম্বর তিনি স্মৃতি থেকে তাঁর হারানো গ্রামের বাড়ি ও আশপাশের এলাকার একটি মানচিত্র আঁকেন। তারপর তা প্রকাশ করেন ডোউইন নামের ভিডিও শেয়ারিং অ্যাপে। এরপর পুলিশ সেই মানচিত্রটি একটি ছোট গ্রামের সঙ্গে মেলাতে সক্ষম হন। সেই গ্রামে এক নারীর সন্ধানও পাওয়া যায়- যার ছেলে হারিয়ে গিয়েছিল।
এরপর ডিএনএ নমুনা মিলিয়ে নিশ্চিত করা হয় যে, লি-জিংওয়েই-ই হচ্ছেন ওই নারীর হারিয়ে যাওয়া ছেলে। আর এভাবেই তিন দশকেরও বেশি সময় পর লি জিংওয়েই ও তাঁর মায়ের পুনর্মিলন হয়।
তাদের পুনর্মিলনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে এবং তাতে দেখা যাচ্ছে- লি তাঁর মায়ের মুখ থেকে মাস্ক সরিয়ে তাঁকে দেখছেন এবং তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।
চীনা সমাজে পুত্র সন্তানকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং সে কারণে দেশটিতে ছেলে শিশু অপহরণের ঘটনা খুব একটা বিরল নয়। এদের অনেককেই খুব অল্প বয়সে অপহরণ করে অন্য পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়।
লি জিংওয়েইর জীবনেও ঘটেছিল এমনটাই। কিন্তু চার বছর বয়সে শেষবার দেখা সেই গ্রামের স্মৃতি তাঁর মন থেকে পুরোপুরি মুছে যায়নি। অনলাইনে প্রকাশ করা ওই মানচিত্রে তিনি এঁকেছেন তাঁর গ্রামের পথ, বাড়িঘর, বাঁশঝাড়, একটা ছোট পুকুর, আর একটি ভবন- যা তাঁর কাছে একটি স্কুল বলেই মনে হয়েছিল।
"এই হচ্ছে আমার বাড়ির চারপাশের এলাকার একটি মানচিত্র। আমি স্মৃতি থেকে এটা এঁকেছি" - অনলাইনে প্রকাশিত ভিডিওতে ম্যাপটি দেখিয়ে এমনটাই বলেছিলেন লি জিংওয়েই।
তিনি বলেন, "আমি এমন এক শিশু, যে কিনা তাঁর বাড়িটিকে খুঁজে বের করতে চাইছে। ১৯৮৯ সালে টাক মাথাওয়ালা এক প্রতিবেশী আমাকে হেনান নিয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল চার বছর।"
অনলাইনে ছাড়া তাঁর এই ভিডিওটি হাজার হাজার বার শেয়ার হয়। তাঁর মায়ের সঙ্গে পুনর্মিলনের আগে লি তাঁর ডোউইন প্রোফাইলে লেখেন, "তেত্রিশ বছরের অপেক্ষা, অসংখ্য রাতের আকুলতা, আর একটি হাতে আঁকা ম্যাপের ১৩ দিন পর অবশেষে আমার আবেগের মুক্তির মুহূর্ত সমাগত। আমার পরিবারের সাথে পুনর্মিলনে যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।"
২০১৫ সালের এক চীনা পরিসংখ্যানে দেখা যায়- প্রতি বছর সেখানে আনুমানিক ২০ হাজার শিশু অপহরণের শিকার হয়। ২০২১ সালেই দেশটিতে এরকম হারিয়ে যাওয়া ছেলেদের সঙ্গে তাঁদের আসল বাবা-মায়ের পুনর্মিলনের অনেকগুলো ঘটনা ঘটেছে।
গত জুলাইয়ে শ্যানডং প্রদেশে গুও গ্যাংট্যাং-এর সঙ্গে তাঁর অপহৃত ছেলের পুনর্মিলনের ঘটনাও এমনই একটি। যা ঘটে দীর্ঘ ২৪ বছর পর। সূত্র- বিবিসি।
এনএস//
আরও পড়ুন