ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

যমজ হলেও জন্মদিন আলাদা বছরে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৩ জানুয়ারি ২০২২

১৫ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া যমজ দুই শিশুর জন্ম দুটি আলাদা বছরে। একজন ২০২১ সালে এবং আরেকজন জন্ম নিয়েছে ২০২২ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এই ঘটনা। 

প্রথম শিশুটির জন্ম হয় ২০২১ সালের নববর্ষের আগের মধ্যরাতের কিছু পূর্বে আর অন্যটির জন্ম ২০২২ সালের নববর্ষের ঠিক মধ্যরাতে।

রোববার ক্যালিফোর্নিয়ার নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ফাতিমা মাদরিগাল নামের এক মা শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রথমে আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোকে জন্ম দেন। ঠিক ১৫ মিনিট পর জন্ম নেয় আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলো। এতে তার জন্মদিন হয়ে যায় আলাদা দিন এবং আলাদা বছরে। 

ফাতিমা মাদরিগাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমার কাছে এটা অবাক করা ঘটনা যে তারা যমজ, কিন্তু জন্মদিন আলাদা। আমি বিস্মিত এবং খুশি যে তাদের জন্ম হয়েছে মধ্যরাতে।’

অনন্য সময়ে জন্ম নেওয়া এই যমজের পারিবারিক চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াস। তিনি বলেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় জন্মদানের ঘটনা।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এসবি / 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি