ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

মেক্সিকোতে গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৪১, ৭ জানুয়ারি ২০২২

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়। তবে তারে পরিচয় এখনও জানা যায় নি। 

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটকৃতরা মৃতদেহগুলো রাখতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিহতদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। 

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি