ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

সেনাবাহিনীতে আত্মঘাতী ইউনিট রাখার চিন্তা তালেবানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ৭ জানুয়ারি ২০২২

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ইসলামিক এমিরেটের ভবিষ্যত সেনাবাহিনীর একটি অংশে আত্মঘাতী হামলাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরও জানান, ওই ব্যাটালিয়নটি সেনাবাহিনীর বিশেষ বাহিনী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।

খামা নিউজ জানিয়েছে, নবগঠিত সেনাবাহিনীতে আফগান সরকারের আমলের বিশেষজ্ঞ সেনাদেরও অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে প্রয়োজনের ভিত্তিতে সেনাবাহিনীতে নারীদেরও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবানের এই মুখপাত্র। 

এর আগে, তালেবান আফগান-তাজিকিস্তান সীমান্তে আত্মঘাতী হামলাকারীদের মোতায়েন করেছে বলে সংবাদ প্রচার হয়। তবে খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানায় খামা নিউজ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি