ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজাখস্থানে ‘সীমিত’ সময় থাকবে সেনাবাহিনী: পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১০ জানুয়ারি ২০২২ | আপডেট: ০০:১০, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, এশিয়ার মধ্যাঞ্চলে কাজাখস্থানে বিশৃঙ্খলা মোকাবিলার লক্ষ্যে মোতায়েন করা মস্কোর নেতৃত্বাধীন সামরিক বাহিনী সীমিত সময়কাল সেখানে অবস্থান করবে। 

সাবেক সোভিয়েত দেশগুলোর নেতাদের এক বৈঠককালে দেশগুলোর মধ্যে বিদ্যমান সামরিক চুক্তির উল্লেখ করে পুতিন বলেন, সীমিত সময়ের জন্য সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) শান্তিরক্ষী বাহিনীর একটি দল কাজাখস্থানে পাঠানো হয়েছে। 

সহিংসতায় কয়েক ডজন লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায় ৮ হাজার লোককে আটক করেছে।

পুতিন বলেন, কাজাখস্তানের প্রেসিডেন্টের অনুরোধের পর সম্মিলিত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) সেখানে সেনা প্রেরণ করেছে। কারণ দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আগ্রাসনের মুখোমুখি হয়েছে।

বৈঠকে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বৈঠকে বলেছেন, সিএসটিও  ২,০৩০ সৈন্য ও ২৫০ সামরিক যান প্রেরণ করেছে।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন, সাবেক সোভিয়েত দেশে সেনা মোতায়েন করার মাধ্যমে এই ইঙ্গিত দেয়া হয়েছে যে, নেতারা সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে বিপ্লব ঘটানোর কোন সুযোগ দিবে না।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি