ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:০৮, ১৬ জানুয়ারি ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিয়ার তেল-উৎপাদনকারী পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গতকাল (শনিবার) গভীর রাতে মার্কিন নিয়ন্ত্রিত আল-ওমর তেলক্ষেত্রের আশেপাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে সেখানে আগুন লেগে যায়। তেলক্ষেত্রে অবস্থানরত আমেরিকান বাহিনী আগুন নিভিয়ে ফেলে।

সূত্র আরো বলেছে, হামলার পর মার্কিন সামরিক ড্রোন তেলক্ষেত্রের উপর দিয়ে টহল দেয় এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলার জবাব দেয়।

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিতত আল-বালাদ মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। সেখানে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি