ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় ২ ভারতীয় নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ২০:৩৭, ১৭ জানুয়ারি ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের দায় নিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

ইরান সমর্থিত ওই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সাহায্য করছে সংযুক্ত আরব আমিরাত। তারই জেরে এই হামলা বলে জানিয়েছেন হুথি মুখপাত্র।

আবুধাবি পুলিশ সূত্রের খবর, বিমানবন্দর লাগোয়া একটি তেল উৎপাদন সংস্থার কারখানায় ড্রোন হামলার জেরে তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন তিন জন। তাদের মধ্যে দুই ভারতীয় রয়েছেন বলে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে। নিহত অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি ছোট বিমানের অংশ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার উত্তরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযান শুরু করেছে সে দেশের সরকারি বাহিনী। শাবওয়া এবং মারিব অঞ্চলে লড়াইয়ে ইয়েমেন সেনাকে সংযুক্ত আরব আমিরশাহি মদত দিচ্ছে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি