ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেনে ২৪ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তার মতে, ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে। পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।

এর আগে আমেরিকাও একই ধরণের কথা বলেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং মস্কো বিনা প্ররোচনায় এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহন, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত।

অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন।

ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন।

ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে বিরোধের মধ্যেই ঐ দুই অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিল রাশিয়া

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি