ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত: কিয়েভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার হামলায় ইউক্রেনের ৪০ সেনা ও অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।

তিনি বলেন, জানতে পেরেছি ৪০ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। প্রায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যুর খবর এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী।

এদিকে, ৫০ রুশ সেনাকে হত্যা এবং ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। তাদের দাবি, শাচিসতিয়া শহরে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা হামলা করেছিল। এ সময় ৫০ রুশ সেনাকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান এ দাবি করেছেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, তারা দেশটির বিভিন্ন স্থানে ছয়টি রুশ বিমান ও একটি হেলিকপ্টার ধ্বংস করতে পেরেছে।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলার আশঙ্কায় গতকালই ইউক্রেনে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়। কিয়েভ বলছে, তারা নিজেদের রক্ষায় রুশ হামলা মোকাবেলা অব্যাহত রাখবে। সূত্র: এএফপি, রয়টার্স

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি