বার্লিনে লক্ষাধিক লোকের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ২০:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২
বিক্ষোভের একটি চিত্র
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যাতে সমবেত হয়েছে এক লক্ষেরও বেশি প্রতিবাদী।
বিবিসি জানিয়েছে, রোববার বিকেলে বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টরিকলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখনও মানুষ আসছে।
বিক্ষোভকারীরা বলছেন, তিন কিলোমিটার দূরের আলেকজান্ড্রাপ্লাৎজ পর্যন্ত পুরো এলাকাটাই মানুষে ভরে যাবে।
জার্মানি এই যুদ্ধে ইউক্রেনকে ১ হাজার ট্যাংকধ্বংসী অস্ত্র এবং ৫শ স্টিংগার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ দেশটির সামরিক নীতিতে বড় ধরনের এক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। শোলৎজ সম্প্রতি দেশটির পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে বলেছেন, এ বছর সরকার সামরিক সরঞ্জামের জন্য ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করবে।
চ্যান্সেলর বলেছেন, এখন থেকে জার্মানির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দুই শতাংশের বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে।
এদিকে, রাশিয়াতেও যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা ইউক্রেনে মস্কোর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি প্রতিবাদকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সূত্র- বিবিসি।
এনএস//
আরও পড়ুন