ইউক্রেন ছেড়ে পালাল ৫ লাখ নাগরিক
প্রকাশিত : ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্তের উযোরোড ক্রসিংয়ে ইউক্রেন থেকে পালানো লোকজনের ভিড়, ছবি- বিবিসি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে। ইউক্রেনে লোকদের ট্রেনে উঠতে বাধা দেয়ার খবর পাচ্ছে বলেও জানাচ্ছে সংস্থাটি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির একজন মুখপাত্র টুইট করেছেন যে, ইউএনএইচসিআর এ ধরনের খবর খতিয়ে দেখছে।
ইউএনএইচসিআর হিসাব দিয়েছে, এখন পর্যন্ত পাঁচ লাখ মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
মুখপাত্র আরও বলছেন যে, ইউএনএইচসিআর "ইউক্রেন থেকে পালিয়ে আসা এই লোকদের শরণার্থী হিসাবেই বিবেচনা করছে"।
এদিকে, রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের পঞ্চম দিনের মাথায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। এর মাঝেই পূর্ব ইউক্রেনের শহর খারকিভে রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণে শতাধিক লোক নিহত এবং তিন শতাধিক লোক আহত হওয়ার খবর এল।
সোমবার বিকেলে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পূর্ব ইউক্রেনের শহর খারকিভে রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণে ১০২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০৪ জন আহত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে বেসামরিক নিহতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জন, যার মধ্যে ১৭ শিশু রয়েছে বলেই জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র- রয়টার্স।
এনএস//
আরও পড়ুন