ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে: ম্যাক্রঁকে পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ৩ মার্চ ২০২২ | আপডেট: ২২:৫৪, ৩ মার্চ ২০২২

ইউক্রেনের অসামরিকীকরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই রাশিয়ার লক্ষ্য। আর এ লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে টেলিফোনে এসব কথা বলেছেন।

এ সময় পুতিন বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, রুশ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগুচ্ছে।

ইউক্রেন যদি আলোচনাকে বিলম্বিত করার চেষ্টা করে তাহলে রাশিয়া তার দাবির তালিকায় আরো নতুন নতুন দাবি যোগ করবে।

প্রায় ৯০ মিনিট ধরে কথা বলেন বিশ্বের প্রভাবশালী এই দুই নেতা। রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়গুলো প্রকাশ করা হয় বলে ‍জানায় বিবিসি।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি