ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেয়ার হুমকি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৫ মার্চ ২০২২

দিমিত্রি পেসকভ

দিমিত্রি পেসকভ

Ekushey Television Ltd.

পশ্চিমা দেশগুলো “অর্থনৈতিক ডাকাতি” শুরু করেছে বলেই অভিযোগ তুলেছে রাশিয়া। শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করে হুমকি দিয়ে বলেছেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

তবে সেই পদক্ষেপ কী বা কেমন হতে পারে- সে সম্পর্কে কিছুই বলেননি তিনি। পেসকভ শুধু এটুকুই বলেন যে, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দিমিত্রি পেসকভের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইইউ এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।

পেসকভ মন্তব্য করেন, রাশিয়া এত বড় একটা দেশ যে, তাকে কখনোই একঘরে করে রাখা যাবে না। এসময় তিনি রাশিয়াকে “যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও আকারে অনেক বড়” বলেও মন্তব্য করেন।

এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে, তারা রাশিয়ার একটি জঙ্গী হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে কোথায় এবং কবে এই ঘটনা ঘটেছে, সে সম্পর্কে তারা বিস্তারিত কিছুই জানায়নি। রাশিয়ার তরফ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি