ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রুশ-ইউক্রেন আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’: ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৯ মার্চ ২০২২

রাশিয়ার ইউক্রেনে হামলার দু’সপ্তাহ পার হতে চললো। বহু হতাহতের মধ্য দিয়ে বিশাল বহর নিয়ে এখনো দেশটির অনেকগুলো শহর ঘিরে রেখেছে রাশিয়া। এর মধ্যে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথাবার্তা বলার পর- ইসরায়েলি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, আলোচনা এখন এক চূড়ান্ত পর্যায়ে আছে। খবর বিবিসির

এ্যাক্সিওস নামে একটি মার্কিন-ভিত্তিক সংবাদ ওয়েবসাইট রিপোর্ট করেছে যে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ‘দু’পক্ষের মধ্যেই অবস্থান নরম হতে দেখা গেছে।’

তারা বলছেন, রুশ পক্ষ বলছে তারা শুধুই ডনবাস অঞ্চলকে অসামরিকীকরণ করতে চান।

যদিও এর আগে - রুশ অভিযানের শুরুতে – পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের অসামরিকীকরণ ও তাকে নাৎসীমুক্ত করতে চান। তিনি আরো বলেছিলেন, ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে ক্রাইমিয়াকে স্বীকৃতি দিতে হবে এবং লুহানস্ক ও দোনেৎস্কের স্বাধীনতাকেও স্বীকৃতি দিতে হবে।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, জেলেনস্কির জন্য রুশ প্রস্তাব মেনে নেয়া ‘কঠিন’ ছিল তবে এতে কিয়েভে ক্ষমতার পরিবর্তনের কথা নেই এবং ইউক্রেনকেও তার সার্বভৌমত্ব বজায় রাখার সুযোগ দেয়া হচ্ছে।

ইসরায়েলি দৈনিক জেরুসালেম পোস্ট কিছু সূত্রকে উদ্ধৃত করে বলছে, রুশ প্রস্তাবটি “চূড়ান্ত” এবং জেলেনস্কি এটা না মানলে পুতিন সামরিক অভিযান তীব্রতর করবেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি