জোর করে পরিবর্তন ‘অমার্জনীয়’: কিশিদা
প্রকাশিত : ০০:০৭, ২০ মার্চ ২০২২ | আপডেট: ০০:০৯, ২০ মার্চ ২০২২
ফুমিও কিশিদা ও নরেন্দ্র মোদি
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন "আন্তর্জাতিক ব্যবস্থার ভিত"কে কাঁপিয়ে দিয়েছে এবং এর সুস্পষ্ট প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।
ভারত ও জাপান একটি চতুর্মুখী নিরাপত্তা সংলাপের (কোয়াড) দুটি পক্ষ, যা একটি নিরাপত্তা কাঠামো হিসেবে কাজ করে যাচ্ছে এবং এর অপর দুই সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া।
ইউক্রেনে রুশ হামলার কারণে যদিও জাপান কয়েক ডজন রাশিয়ান ব্যক্তিত্ব ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনীয় শরণার্থীদের সমর্থন দিচ্ছে, তবে ভারত এ আক্রমণের নিন্দা জানায়নি।
নয়াদিল্লিতে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতের পর জাপানি নেতা সাংবাদিকদের বলছিলেন, "আমরা (কিশিদা এবং মোদি) নিশ্চিত করেছি যে, কোনো অঞ্চলে বলপ্রয়োগ করে স্থিতাবস্থার একতরফা পরিবর্তন মেনে নেব না এবং তা ক্ষমার অযোগ্য। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খোঁজা প্রয়োজন।" সূত্র- বিবিসি।
এনএস//
আরও পড়ুন