ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

রাস্তায় পরমাণু অস্ত্রবোঝাই ট্রাক! যুদ্ধে নামছে ন্যাটো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২১ মার্চ ২০২২ | আপডেট: ২০:০৬, ২১ মার্চ ২০২২

এই ট্র্যাকে করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়ার দাবি করেছে নিউকওয়াচ।

এই ট্র্যাকে করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়ার দাবি করেছে নিউকওয়াচ।

রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ন্যাটো? গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি কনভয় নজরে এসেছে। যে কনভয়ের মাঝে ছিল চারটি ট্রাক।

যে ট্রাকগুলিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করছে নিউকওয়াচ নামে একটি পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা।

সংস্থাটির দাবি ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে দেড় কিমি দূরে সড়কে ট্রাকগুলি নজরে এসেছে। 

সংস্থাটি মনে করছে, ওই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছে লোচ লং-এ রয়্যাল নৌবাহিনীর কাছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতিতে নিউকওয়াচের আশঙ্কা, ন্যাটোর যুদ্ধপ্রস্তুতির অঙ্গ হিসাবে অস্ত্রগুলি জড়ো করা হচ্ছে।

সংস্থাটির দাবি, ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট ছ’টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। নিউকওয়াচ জানিয়েছে অস্ত্র পরিবহণের জন্য সাধারণত শহরের ওই রাস্তাটিই ব্যবহার করে সেনা। এর আগে ২০২১-এর মে মাসে ওই সড়ক দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্থাটি।

পরমাণু অস্ত্রবিরোধী ওই সংস্থাটির সদস্য জেন ট্যালেন্টস বলেন, ‘প্রতিটি ট্রাক দু’টি করে পরমাণু অস্ত্রবহণ করতে পারে। একটি ট্রাক খালি রাখা হয় কারণ কোনও ট্র্যাকে সমস্যা দেখা দিলে যাতে ওই ট্রাকটিকে ব্যবহার করা যায়। তাই যেহেতু চারটি ট্রাক রয়েছে ধরে নেওয়া যেতে পারে তিনটি ট্রাকে দু’টি করে মোট ছ’টি ক্ষেপণাস্ত্র রয়েছে।’

জেনের কথায়, ‘গত বছরের অক্টোবরের পর এই সড়ক দিয়ে আর কোনও অস্ত্র নিয়ে যেতে দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতিতে পরমাণু অস্ত্র পরিবহণের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়।’ 

তবে তিনি আরও বলেন, ‘তেমনটা হয়তো নাও হতে পারে। পরমাণু অস্ত্রগুলির পুনর্নবীকরণের উদ্দেশ্যেই হয়তো এগুলি নিয়ে যাওয়া হচ্ছে।’ সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি