ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইরানি নববর্ষ ‘নওরোজ’ পালন করবে না তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২২ মার্চ ২০২২

আফগানিস্তানে এবার ইরানি নববর্ষ ‘নওরোজ’ পালন করা হবে না বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান।

‘নওরোজ’ প্রধানত বসন্তের সূচনা এবং প্রকৃতির নবজাগরণর জন্য উত্সর্গীকৃত। জরাস্ট্রিয়ান গোষ্ঠীদের অনুসরণ করা ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিনে ‘নওরোজ’ উদযাপিত হয়।

এএনআই জানায়, ইরানি নববর্ষ উদযাপন নিয়ে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা এমন কোনো অনুষ্ঠান উদযাপন করি না যা ইসলামে নেই।’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তাদের সরকার নওরোজ উদযাপন করবে না। তবে মুখপাত্র দাবি করেছেন নওরোজ উদযাপনে তালেবান সাধারণ মানুষকে বাধা দেবে না।

এদিকে, আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়ন হতে চলেছে, এমন খবর পাওয়া যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে, এলজিবিটিকিউ ও আফগানরা গত বছরের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর ‘তালেবান সদস্যদের দ্বারা তাদের যৌনতা বা লিঙ্গ পরিচয়ের কারণে যৌন আক্রমণ বা স্পষ্টভাবে হুমকি’র সম্মুখীন হয়েছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি