তালেবান মেয়েদের স্কুল বন্ধ করায় গভীর উদ্বেগ
প্রকাশিত : ২১:৫১, ২৮ মার্চ ২০২২
আফগানিস্তানে খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুল বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে জানানো হয়েছে, এভাবে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা আফগানিস্তানের জন্য অনেক বড় হুমকি বলে মন্তব্য করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বছরের মধ্য আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তালেবান সরকার। এরই ধারাবাহিকতায় বন্ধ করে দেওয়া হয় নারী শিক্ষাও।
তবে বাইরের দেশ ও বিভিন্ন মহলের সমালোচনার মুখে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তালেবান সরকার।
গত বুধবার স্কুল খুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টা পরই তা আবার বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা অনেক আশা নিয়ে স্কুলে গেলেও মন খারাপ করে বাড়ি ফিরতে হয় তাদের।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আবার বন্ধ করে দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে তালেবান জানিয়েছে- তারা শিগগিরই ইসলামী আইন ও আফগান সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতি প্রণয়ন করবে৷ এরপরই মেয়েদের এসব স্কুল খুলে দেওয়া হবে।
এসি
আরও পড়ুন