ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

৭৫০ টন ডিজেলসহ জাহাজ ডুবল তিউনিসিয়া উপকূলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৬ এপ্রিল ২০২২

জাহাজ ডুবির দৃশ্য

জাহাজ ডুবির দৃশ্য

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে গ্যাবস উপসাগরে ৭৫০ টন ডিজেল নিয়ে ডুবে গেছে গিনি পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটি মিসর থেকে ইউরোপের মাল্টার দিকে যাচ্ছিল। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ ক্যারি নামে স্থানীয় আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, জাহাজটি সকালে তিউনিসিয়ার জলসীমায় ডুবে যায়। তবে এখনও পর্যন্ত লিকেজের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই দুর্যোগ প্রতিরোধ কমিটি পরবর্তী পদক্ষেপ নিতে বৈঠকে বসেছে।

এর আগে তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, জাহাজটি ঝুঁকির মধ্যে পড়েছিল। দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজ ‘জেলো’ তিউনিসিয়ার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যেতে পারে। 

মিসরের ডেমিয়েতা থেকে ছেড়ে আসা গিনি পতাকাবাহী জাহাজটি মাল্টার উদ্দেশে যাত্রা করছিল। জাহাজ থেকে সাতজন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে। তবে যেকোনও মুহূর্তে ডিজেল সাগরে ছড়িয়ে পড়ায় প্রাকৃতিক বিপর্যয়ের চরম ঝুঁকি রয়েছে। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি