ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কাবুলের স্কুলে বোমা বিস্ফোরণে নিহত ৬, আহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:১২, ১৯ এপ্রিল ২০২২

আহত এক শিক্ষার্থী

আহত এক শিক্ষার্থী

আফগানিস্তানের রাজধানী কাবুলের আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে শিক্ষার্থীসহ ৬ নিহত ও ১২ জন আহত হয়েছে। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান টুইটারে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর শিয়া হাজারা এলাকার স্কুলটিতে মঙ্গলবার দুপুরে এ বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থীসহ ১৭/১৮ জন হতাহত হয়েছে।

জানা যায়, আশেপাশের অনেক বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের অন্তর্গত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, যারা প্রায়শই ইসলামিক স্টেটসহ সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান বলেন, বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

এদিকে, শীতের মাসগুলোতে সহিংসতা কমে যাওয়ার পরে এবং গত বছর বিদেশী বাহিনী প্রত্যাহারের পর চালানো এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

যদিও তালেবান বলছে যে, তারা আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে।

তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এখনও সন্ত্রাসবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীটি বেশ কয়েকটি বড় হামলার দাবি করেছে। সূত্র- এনডিটিভি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি