ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ৭ সেনা নিহত, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২৭ মে ২০২২

দুর্ঘটনার চিত্র

দুর্ঘটনার চিত্র

লাদাখের তুরটুক সেক্টরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি পথে গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় জওয়ান নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ইতোমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেনা বহনকারী গাড়িটি নদীতে পড়ে যায় বলে খবর।

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, আহতদের হেলিকপ্টারে চাপিয়ে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে কারণে ভারতীয় বিমান সেনাকে কপ্টার পাঠাতে বলা হয় এবং আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তরিত করা হয়। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আপাতত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। বাকিরা গুরুতর জখম হয়েছেন। তাদেরকে সর্বোত্তম চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে। 

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা  জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে।

অবশ্য, একজন সেনা মুখপাত্র বলেছেন, ‘২৬ জন সৈনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। আনুমানিক ৫০-৬০ ফুট নিচে, যার ফলে গাড়িতে থাকা সবাই আহত হন।’ সূত্র- এনডিটিভি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি