ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মারিউপোলে ধ্বংসস্তূপের নিচে আরও ৭০ মৃতদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৭ মে ২০২২ | আপডেট: ২১:০৩, ২৭ মে ২০২২

বিধ্বস্ত শহর মারিউপোলের একটি চিত্র

বিধ্বস্ত শহর মারিউপোলের একটি চিত্র

পেত্রো আন্দ্রিউশচেঙ্কো নামে মারিউপোল মেয়রের একজন সহকারী বলেছেন, রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় শহর মারিউপোলের একটি প্রাক্তন শিল্প ভবনের ধ্বংসস্তূপের নীচে আরও প্রায় ৭০টি মৃতদেহ পাওয়া গেছে।

শুক্রবার তিনি টেলিগ্রামে বলেন, রাশিয়ার জরুরি উদ্ধার কর্মীরা মৃতদেহগুলো খুঁজে পান এবং তাদেরকে একটি গণকবরে নিয়ে যান।

আন্দ্রিউশচেঙ্কো বলেন, তারা সেইসব লোক, যারা গোলার আঘাতে ধসে পড়া ভবনে আটকা পড়েছিলেন।

মারিউপোল মেয়রের এই সহকারী আরও বলেন, "কোনও রকম শনাক্তকরণ ছাড়াই তাদেরকে গণকবরে দাফন করা হয়। অবশ্য স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃতদেহের অবস্থা দেখে শনাক্ত করার জন্য মূলত কিছুই ছিল না।"

আন্দ্রিউশচেঙ্কো নিজে, শহরের মেয়র এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তারা শহরে না থাকায় এবং ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত অঞ্চলের জায়গা থেকে আর কোনো আপডেট পোস্ট না করায় বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি।

তবে গত মঙ্গলবার আন্দ্রিউশচেঙ্কো জানিয়েছিলেন যে, শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ২০০টি মারাত্মকভাবে পচা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি