ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ৩১ মে ২০২২

জিহাদি বিরোধী আন্তর্জাতিক জোটের সৈন্য থাকা ইরাকের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোন প্রাণহানি ঘটেনি বা কোন ক্ষতি হয়নি।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সূত্র আরো জানান, ‘ইরাকি নিরাপত্তা বাহিনী এসব হামলার জবাব দিয়েছে। এ ঘটনায় হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।’

আনবারে দায়িত্ব পালন করা ইরাকি নিরাপত্তা সূত্র প্রাথমিকভাবে এ সামরিক ঘাঁটির কাছে তিনটি রকেট আঘাত হানার কথা জানিয়েছিল। তবে, ইরাকি বাহিনী এ ঘাঁটি নিয়ন্ত্রণ করলেও জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সৈন্যরা সেখানে অবস্থান করে থাকে।

আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে বারবার রকেট ও ড্রোন হামলার ঘটতে দেখা যাচ্ছে। এরআগে, গত ৩০ এপ্রিল সর্বশেষ এ ধরনের হামলা চালানো হয়। ওই সময় ঘাঁটি লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হলেও এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। রকেটগুলো ঘাঁটির কাছে আঘাত হানে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সৈন্য ও স্বার্থ লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাতে দেখা যাচ্ছে। এসব হামলার ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই কেউ দায়িত্ব স্বীকার না করলেও ওয়াশিংটন ধারাবাহিকভাবে এসব হামলার জন্য ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি