রানি দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন কিম জং উনের
প্রকাশিত : ১৯:১১, ৩ জুন ২০২২ | আপডেট: ১৯:১২, ৩ জুন ২০২২
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। লন্ডন তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপনের অনুষ্ঠান শুরু করায় তিনি এ বার্তা পাঠান।
পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
২০০০ সালে লন্ডন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং তারা নিজ নিজ দেশের দূতাবাস চালু করে। উত্তর কোরিয়ার পরমাণু ও অন্যান্য অস্ত্র তৈরি করা প্রশ্নে পশ্চিমা দেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
রানীকে পাঠানো ওই অভিনন্দন বার্তায় কিম বলেন, ‘আমি আপনার জয়ন্তী উৎসব পালন উপলক্ষে আপনাকে এবং আপনার দেশের জনগণকে অভিনন্দন জানাই।’
পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ অভিনন্দন বার্তা পাঠানোর কথা জানায়।
করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া কঠোর বিধিনিষেধ আরোপ করার কারণে বর্তমানে পিয়ংইয়ংয়ে ব্রিটিশ দূতাবাস বন্ধ রয়েছে।
এসি
আরও পড়ুন