ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হলেন দুতার্তের মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২০ জুন ২০২২

সারা দুতার্তে-কার্পিও, ফিলিপাইনের বিদায়ী জনপ্রিয় রাষ্ট্রপতির রদ্রিগো দুতার্তের কন্যা। বাবার মতই রাজনীতির মাঠে সফল হলেন তিনি। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শপথ নিয়েছেন ফিলিপাইনের ১৫ তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে।

রবিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের একজন সহযোগী বিচারকের সামনে তার মায়ের হাতে থাকা বাইবেলের ওপরে হাত দিয়ে শপথ নেন সারা। এ সময় পাশে ছিলেন তার বাবাও। শপথ শেষে নিজ শহর দাভাওতে অভিষেক ভাষণ দিয়েছেন সারা দুতার্তে। 

এ সময় তিনি বলেন, “সামনের দিনগুলো চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে। যা আমাদেরকে জাতি হিসাবে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।”

সবুজ ঐতিহ্যবাহী গাউন পরিহিত অবস্থায় সারা সেই বক্তব্যে আরও বলেন, “আমি ফিলিপাইন কিংবা বিশ্বের সেরা বা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি নই, তবে ফিলিপিনো হিসাবে কেউ আমার হৃদয়ের দৃঢ়তাকে হারাতে পারে না।”

২০০৭ সালে রাজনীতিতে প্রবেশের আগে বাবার মতো আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন সারা দুতার্তে। একই বছর তিনি রাজধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরের দাভাও শহরের ভাইস মেয়র নির্বাচিত হয়েছিলেন।

প্রথমে চিকিৎসক হতে চেয়েছিলেন দুতার্তের এই কন্যা। কিন্তু পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন তিনি। ২০১০ সালে বাবার স্থলাভিষিক্ত হিসেবে দাভাওয়ের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

৪৪ বছর বয়সী সারা দুতার্তে-কার্পিও ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রানিংমেট ছিলেন। গত ৯ মের নির্বাচনে জয়লাভ করেছেন মার্কোস। ৩০ জুন দেশটির আগামী ছয় বছরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। সূত্র: ভয়েস অফ আমেরিকা

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি