ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

মালিতে মাইন বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২০ জুন ২০২২

মালির উত্তরাঞ্চলে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। জাতিসংঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান।

এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান।

প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছে। 

জিহাদীরা সাধারণত মালির সেনাবাহিনী ও এমআইএনইউএসএমএ’র সদস্যদের বিরুদ্ধে উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করে থাকে। এছাড়াও এসব জিহাদী নিয়মিতই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

দরিদ্র দেশ মালি সাহেলের কেন্দ্রে অবস্থিত। দেশটিতে ২০২০ সালের আগস্টে এবং ২০২১ সালের মে মাসে সেনাঅভ্যুত্থান ঘটে। এখানে বর্তমানে সেনাশাসন চলছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি