ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আবারও বজ্রপাতে বিহারে ১০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৩ জুলাই ২০২২ | আপডেট: ১২:৫৬, ৩ জুলাই ২০২২

আবারও বজ্রপাত চোখরাঙাচ্ছে ভারতের বিহার রাজ্যে। দশদিনের মধ্যে দ্বিতীয়বারের মত বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের প্রশাসন এ খবর জানিয়েছে।

শনিবার (২ জুলাই) বিহারের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গিয়েছেন। 

এর আগে গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছিলো।  

এবার বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি।

সেই রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
সুত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি