ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাইতিতে গোষ্ঠিগত সহিংসতার শিকার হলেন ২৩৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

হাইতির রাজধানী পোর্ট-অ- প্রিন্সের নিকটবর্তী অনুন্নত ও ঘনবসতিপূর্ণ সোলেইল এলাকায় গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গোষ্ঠিগত সহিংসতায় অন্তত ২৩৪ ব্যক্তি নিহত কিংবা আহত হয়েছেন। 

শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এ কথা বলা হয়। খবর এএফপির।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘হতাহতদের বেশিরভাগেরই সরাসরি কোনও গোষ্ঠীগত সম্পৃক্ততা ছিল না। অথচ তারা সরাসরি গ্যাং সদস্যদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। আমরা সেখানে যৌন সহিংসতার নতুন রিপোর্টও পেয়েছি।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি