ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

পুতিন বাহিনীর দম ফুরিয়ে আসছে, দাবি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২২ জুলাই ২০২২

ইউক্রেনের বিরুদ্ধে একটানা যুদ্ধে প্রায় দম ফুরিয়ে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনাবাহিনীর। আগামী কয়েক সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণা করতে হতে পারে রুশ সেনাবাহিনীকে। বৃহস্পতিবার এমন দাবি করলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই১৬–এর প্রধান রিচার্ড মুর।

আমেরিকার কলোরাডোয় নিরাপত্তা বিষয়ক একটি সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়েন্দাপ্রধান। তাঁর দাবি, ‘ইউক্রেনের যুদ্ধে কৌশলগত ভুল করেছেন পুতিন। যুদ্ধ অবশ্য এখনও শেষ হয়নি। গত কয়েক মাসে রাশিয়ার সেনাবাহিনীর পাল্লাই ভারী। যে শহরেরই দখল নিয়েছে, তা একেবারে ছারখার করে দিয়েছে। তবে আমার মনে হয় যে পুতিনের বাহিনীর দম ফুরিয়ে আসার জোগাড় হয়েছে। এটাও মনে হয় যে আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনে সেনা পাঠাতে অসুবিধায় পড়বে রাশিয়া। কোনও ভাবে যুদ্ধ থামাতে হবে তাদের। আর সে সময়ই ইউক্রেনীয়রা পাল্টা আঘাত হানবেন। তাদের মনোবল এখনও তুঙ্গে। পাশাপাশি, প্রচুর সংখ্যক অস্ত্রশস্ত্রও পাচ্ছে ইউক্রেন।’

কোন তথ্যের ভিত্তিতে এই মত ব্যক্ত করেছেন মুর, তা-ও জানিয়েছেন তিনি। মুরের দাবি, বিভিন্ন ইউরোপীয় শহর থেকে সম্প্রতি ৪০০-র বেশি রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে রিপোর্ট পাওয়া গিয়েছে। পাশাপাশি, গ্রেফতার হয়েছেন বহু ছদ্মবেশী গোয়েন্দা।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন পুতিনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন মুর। জল্পনা চলছিল যে ক্যানসার, পার্কিনসন্স বা অন্য রোগে ভুগছেন তিনি। তবে মুরের দাবি, পুতিন পুরোপুরি সুস্থ! যদিও এটি তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন মুর। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি