ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

৪৩,২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১২ আগস্ট ২০২২

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি রুশ সৈন্যকে হত্যা করেছে তারা এবং আক্রমণকারী বাহিনীটি বৃহস্পতিবার যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পূর্ব দোনেৎস্ক অঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছে।

শুক্রবার এক টেলিগ্রাম ও ফেসবুক বার্তায় এ দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

দোনেৎস্কে হতাহতের সুনির্দিষ্ট বিবরণ না দিয়ে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে যুদ্ধ প্রায় ৪৩ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দেয়া সর্বশেষ আপডেট অনুসারে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ২৩৩টি বিমান, ১৯৩টি হেলিকপ্টার, ১ হাজার ৮৪৯টি ট্যাঙ্ক, ৪ হাজার ১০৮টি সাঁজোয়া যান, ৭৭৮টি মনুষ্যবিহীন আকাশযান, ৩ হাজার ২১টি যানবাহন এবং জ্বালানী ট্যাঙ্ক এবং ১৫টি যুদ্ধজাহাজ এবং বোট ধ্বংস করেছে।

এতে আরও বলা হয়েছে, তারা রুশ বাহিনীর ৯৭৫টি আর্টিলারি সিস্টেম, ২৬১টি একাধিক রকেট লঞ্চার সিস্টেম, ১৩৬টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট ওয়ারফেয়ার সিস্টেম এবং ৯০টি বিশেষ সরঞ্জাম ধ্বংস করেছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি