ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঙ্কিপক্সের বিভিন্ন রূপের নতুন নাম জানাল হু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ০৮:৩১, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিপত্তি এড়াতে মাঙ্কিপক্সের বিভিন্ন রূপের নতুন নাম রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সম্প্রতি একটি বিবৃতি জারি করে ওই নামগুলি জানিয়েছে সংস্থাটি। প্রতিটি নামের সঙ্গে রোমান হরফের সংখ্যা জুড়ে দেওয়া হয়েছে।

হু জানিয়েছে, এ বার থেকে মাঙ্কিপক্সের রূপগুলিকে ক্লেড ওয়ান, ক্লেড টুএ, এবং ক্লেড টুবি নামে চিহ্নিত করা হল। ‘ওয়ান’ বা ‘টু’ সংখ্যাগুলি লেখা হবে রোমান হরফে। মূলত বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতার মুখে পড়েই এই নামবদলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

হু-র বিবৃতিতে জানানো হয়েছে, মধ্য আফ্রিকার কঙ্গো উপত্যকায় ছড়ানো মাঙ্কিপক্সের রূপকে ক্লেড ওয়ান বলে অভিহিত করা হয়েছে। অন্য দিকে, পশ্চিম আফ্রিকার রূপকে ক্লেড টু বলা হচ্ছে। এই রূপটির দু’টি উপরূপ রয়েছে, যাকে ক্লেড টুএ এবং ক্লেড টুবি হিসাবে চিহ্নিত করা হয়েছে।

হু আরও জানিয়েছে, সর্বসম্মতিক্রমে নামবদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘সামাজিক, সাংস্কৃতিক, জাতীয়, আঞ্চলিক, পেশাগত অথবা জনজাতিগত ক্ষেত্রে বিপত্তি এড়াতে ভাইরাসের রূপ এবং তা থেকে ছড়ানো রোগের নতুন নামকরণ করা হয়েছে। ব্যবসা, পর্যটন এবং পশুকল্যাণ ক্ষেত্রে এর বিপরীত প্রভাব কমাতেও এই পদক্ষেপ করা হল।’ সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি